বাংলাদেশ ডাক বিভাগ ৫টি পোস্টাল সার্কেলে বিন্যস্ত হয়ে সমগ্র দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে কেন্দ্রীয় সার্কেল হলো ডাক বিভাগের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী সার্কেল। এর সদর দপ্তর রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র জিরো পয়েন্টস্থ পুরাতন ডাক ভবনের ৩য় তলায় অবস্থিত। ‘পোস্টমাস্টার জেনারেল’ হলো কেন্দ্রীয় সার্কেলের প্রধান প্রশাসনিক পদ (৩য় গ্রেড)।তাঁর অধীনে ১ জন অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল (৫ম গ্রেড), ১ জন নির্বাহী প্রকৌশলী (৫ম গ্রেড), ৭ জন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (৬ষ্ঠ গ্রেড), ৬ জন সহকারী পোস্টমাস্টার জেনারেল (৯ম গ্রেড), ১ জন হিসাবরক্ষণ কর্মকর্তা (৯ম গ্রেড), ১ জন সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড), ২ জন উপসহকারী প্রকৌশলী (১০মগ্রেড) এবং ১ জনঊর্ধ্বতন হিসাবরক্ষক (১০ম গ্রেড) কর্মকর্তা পোস্ট অফিসসমূহ পরিচালনা কার্যে সহায়তাকারী হিসেবে রয়েছেন। কেন্দ্রীয় সার্কেল এর নিয়ন্ত্রণাধীন জেলাসমূহ নিম্নরুপঃ
-ঢাকা জেলা (মেট্রোপলিটন এরিয়া ব্যাতীত)
-নারায়নগঞ্জ জেলা (আংশিক)
-গাজীপুর জেলা
-নরসিংদী জেলা
-মানিকগঞ্জ জেলা
-মুন্সীগঞ্জ জেলা
-কিশোরগঞ্জ জেলা
-ময়মনসিংহ জেলা
-জামালপুর জেলা
-টাঙ্গাইল জেলা
-নেত্রকোণা জেলা
-শেরপুর জেলা