বাংলাদেশ প্রাইজ বন্ড (১০০ টাকা মূল্যমান)
১। পুরস্কার: প্রতি ড্র তে প্রতি সিরিজে পুরস্কার
(ক) ৬,০০,০০০ টাকার প্রথম পুরস্কার ০১ (এক)টি;
(খ) ৩,২৫,০০০ টাকার দ্বিতীয় পুরস্কার ০১ (এক)টি;
(গ) ১,০০,০০০ টাকার তৃতীয় পুরস্কার ০২ (দুই)টি;
(ঘ)৫০,০০০ টাকার চতুর্থ পুরস্কার ০২ (দুই)টি;
(ঙ) ১০,০০০ টাকার পঞ্চম পুরস্কার ৪০ (চল্লিশ)টি।
২। অন্যান্য তথ্যাবলীঃ
(ক) প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) ‘ড্র’ অনুষ্ঠিত হয়;
(খ) বন্ডে নির্দেশিত বিক্রয় তারিখ হতে ন্যূনতম ২ (দুই) মাস অতিক্রমের পর উক্ত বন্ড ‘ড্র’ এর আওতায় আসবে;
(গ) পুরস্কারপ্রাপ্ত বন্ড ফেরৎ দেয়া হয় না, তবে বন্ডে অভিহিত মূল্য পুরস্কারের অর্থের সাথে প্রদান করা হয়;
(ঘ) ‘ড্র’ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ হতে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে হয়;
(ঙ) পুরস্কারপ্রাপ্ত অর্থ হতে ২০% উৎসে কর কর্তন করে পুরস্কারের টাকা প্রদান করা হয়।